
পি কে রায় বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের আত্রাই নদীতে লক্ষীতলা ব্রীজের নিচে ভেসে উঠা অজ্ঞাত দুই যুবকের অর্ধগলিত মরদেহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে থানা পুলিশ।
গত সোমবার (১২ জানুয়ারী) সকাল আনুমানিক ১১ঘটিকায় উপজেলার ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ী লক্ষীতলা ব্রীজ সংলগ্ন আত্রাই নদী হতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি নদী থেকে তোলা হয়েছে। তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি রয়েছে। তাদের অনুমানিক বয়স ৩০ বছর। ময়না তদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ ও পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। সিআইডিকে জানানো হয়েছে। তারা ইতিমধ্যে পরিচয় সনাক্তসহ থানা পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করেছেন"।





























