
স্টাফ রিপোর্টার।। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রæপ (টি.ও নং ০৪/২০১৪) এর ২০২৪-২০২৬ ইং সনের কার্যকরী কমিটির নির্বাচন ৪ মে ২০২৪ শনিবার অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট শুভঙ্কর ঘোষ জানান, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিগত ১২ মার্চ ২০২৪ নির্বাচনের তফসিল ঘোষণা করি এবং গত ৪ মে ২০২৪ শনিবার নির্বাচনে কোন পদে একের অধিক প্রতিদ্ব›িদ্ব না থাকায় চূড়ান্তভাবে সভাপতি ও মহাসচিবসহ ২৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ- সভাপতি মোঃ আমজাদ হোসেন হাজারী, মহাসচিব মোঃ জিয়াউদ্দিন শরীফ মিজান, কার্যকরী সভাপতি মোঃ রায়হান উল হক চৌধুরী, সহ-সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ আবদুল মান্নান, শেখ মোহাম্মদ হোসাইন এমরান, যুগ্ম-মহাসচিব গোলাম মহিউদ্দিন মোঃ ফারুক, আহমদ নূর, নূর আলম মিশু, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ নূরুল আমিন মানিক, দপ্তর সম্পাদক মোঃ নুরুল আমিন। এছাড়া কার্যকরী সদস্য হলেন হালিমা হাজারী লিপি, আবুল বশর, এ কে এম হাসান মুরাদ টিটো, রঞ্জিত কুমার দাশ, মোঃ ফারুক, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আলী আজম, মোঃ মোজাম্মেল হোসেন, শাহাদাৎ হোসেন, মোঃ আনোয়ার হোসেন রুবেল, কাওসার আহাম্মদ, মোঃ সোহেল, মোঃ নিজাম উদ্দিন। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এডভোকেট শুভঙ্কর ঘোষ, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট রাজেশ, এডভোকেট সাগর ধর দায়িত্ব পালন করেন।




































