
বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:আসন্ন গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে চট্টগ্রামের বোয়ালখালীতে একটি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ রহমান, সাংবাদিক নেতৃবৃন্দসহ অন্যান্যরা।এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের উপস্থিতিতে নির্বাচন কমিশনের প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।সভায় বক্তারা গণভোটে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।





























