
স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো শনিবার একতা বাজার ক্যাডেট মাদ্রাসা মাঠে হৃদয়স্পর্শী মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুরের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,তিনি দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষকে দেশনেত্রীর প্রতি ভালোবাসা ধরে রাখার এবং দেশের শান্তি,গণতন্ত্র ও মানবিকতার জন্য একত্রিত থাকার আহ্বান জানান।অনুষ্ঠানে বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ নাছির মিয়াসহ ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। মিলাদে কোরআনের তেলাওয়াত,দরুদ ও বিশেষ দোয়ার মাধ্যমে দেশনেত্রীর রুহের শান্তি, দেশের কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়।মাঠটি যেন এক অনন্য আবেগঘন মুহূর্তে পরিণত হয়—নেতাকর্মী ও সাধারণ মানুষ একত্রে দোয়া পাঠ করছে, চোখে অশ্রু,হৃদয়ে ভালোবাসা। একজন স্থানীয় শিক্ষার্থী বলেন,আজকের মিলাদে অংশ নিয়ে মনে এমন এক শান্তি অনুভব করেছি,নেত্রীর জন্য আমাদের দোয়া যেন আল্লাহ কবুল করেন।মিলাদ-মাহফিলের এই আয়োজন শুধু রুহানি প্রার্থনার একটি আয়োজন নয়,বরং দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা, মানুষের একতা ও ভালোবাসার শক্তিশালী বার্তা। অংশগ্রহণকারীরা একত্রে প্রমাণ করলেন, দেশের নেত্রীকে মনে রাখার অনুভূতি কখনও ম্লান হবে না বরং তা দোয়া,ভালোবাসা ও একতার মাধ্যমে চিরকাল বাঁচিয়ে রাখা সম্ভব।





























