
স্টাফ রিপোর্টার :সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চাঞ্চল্যকর শীষ মিয়া হত্যা মামলার তিন পলাতক আসামিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-৯ ও র্যাব-১০-এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।র্যাব সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি বিকেলে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— মামুন মিয়া (৩০), রাফিক (৩৮) ও শাকিল আহমেদ (৩২)। মামুন ও রাফিকের পিতা মৃত বাবর আলী। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার গাছুয়া বাজার এলাকায়। অপর আসামি শাকিল আহমেদের পিতা আফিকুর রেজা আকন্দ, বাড়ি ডিগলিপাড়া, ধর্মপাশা সদর।র্যাব জানায়, নিহত শীষ মিয়া ধর্মপাশা উপজেলার লেংড়া এলাকার বাসিন্দা ছিলেন। গত ১৮ ডিসেম্বর রাতে দোকান ভাড়া ও অগ্রিম বাবদ এক লাখ আশি হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দাশপাড়া এলাকায় পৌঁছালে আসামিরা তাকে বাধা দেয়। একপর্যায়ে টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তারা শীষ মিয়াকে নির্মমভাবে মারধর করে হত্যা করে এবং প্রমাণ লোপাটের জন্য পাশের একটি পুকুরে লাশ ফেলে দেয়।পরদিন স্থানীয়রা ফকিরের দোকানের পশ্চিম পাশের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে নিহতের ভাই বাদী হয়ে ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ঘটনার পর থেকেই র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে ঢাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।র্যাব কর্তৃপক্ষ জানান,অপরাধী যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আইনের হাত থেকে রেহাই পাবে না এই বার্তাই আবারও প্রমাণ করলো এই সফল অভিযান।




























