
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী গ্রামের মফিজ উদ্দিন তালুকদার ও মাহেরা তালুকদার চ্যারিটি এন্ড ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও টিউবয়েল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে দিঘলকান্দি বাজারে এসব বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দুবাই প্রবাসী এনামুল হক চাঁন তালুকদার ও সহকারী প্রতিষ্ঠাতা তাহমিনা আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, ডা. আশ্রাফুল বারী, ব্যবস্থাপনা পরিচালক এরফান এনামুল হক, সহকারী পরিচালক একরামুল হক তারা তালুকদার, রাব্বি তালুকদার, কোষাধক্ষ ওবায়দুল হক তালুকদার, সদস্য পলাশ তালুকদার, তমাল তালুকদার, পিন্স সরকার, শাহীদ মাহমুদ ও সাংবাদিক ইমরান হোসেন ইমন।





























