
আজিজুল ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ফুলবাড়ীয়া প্রেস ক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতারুল আলম ফারুক বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, সত্য প্রকাশে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে দেশকে ভিন্নমতশূন্য অবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের আরও সাহসী ও দৃঢ় ভূমিকা রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সাইফুল ইসলাম বাদল, শাহিনুর মল্লিক জীবন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী, পৌর যুগ্ম আহ্বায়ক আবুল ফজল প্রমুখ।





























