
স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে মৃত মুরগির মাংস বিক্রি করা হচ্ছে এমন খবরে বুধবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। এসময় মৃত মুরগির মাংসগুলো জব্দ করা হয় এবং ভোক্তা অধিকার আইনে দুজন ব্যবসায়ীকে ২,৫০০ টাকা জরিমানা করা হয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসন।





























