
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর মহানগরের ২৪ নং ওয়ার্ড চাপুলিয়া রেল ক্রসিং থেকে পশ্চিম দিকে ২০০ মিটার দূরে রাত্রের আধারে অবৈধ গ্যাস সংযোগ প্রধান কালে জনতার হাতে ধরা খেয়ে উন্মোচন হয়ে যায় অবৈধ সংযোগকারীদের নাম । এই সকল অবৈধ গ্যাস সংযোগ প্রদান করা হয় নিম্নমানের গ্যাসের পাইপ ও প্লাস্টিক পাইপ দ্বারা দীর্ঘদিন যাবৎ অবৈধ গ্যাস চালিয়ে যাচ্ছেন কিছু অসাধু মহল, এই অবৈধ কানেকশন দেওয়ার কারনে, পাইপ লীগ হয়ে অনবরত গ্যাস বাহির হয় যেকোনো সময় আগুন লেগেএলাকায় বিপদ সম্মুখীন হতে পারে এবং অবৈধ সংযোগকারীদের কারণে বৈধ গ্যাস সংযোগ কারীরা দিশাহারা। এই গ্যাসকে কিছু অসাধু ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য অবৈধভাবে ব্যবহার করছেন বাসাবাড়িতে অভিনব কায়দায়।
অবৈধ গ্যাস ব্যবহারকারী এবং সংযোগ প্রধানকারীদের বিভিন্ন ছবি ও ভিডিও রহিয়াছে। অবৈধ গ্যাস ব্যবহারকারীরা বলেন যে আমরা টাকা দিয়ে সংযোগ আনছি আমাদেরকে মাগনা কেউ দেয় নাই। তিতাস টিকাদার নামদারী বাচ্চু মিয়া তার সহযোগী তার সহযোগীদের নিয়ে এই সকল সংযোগ প্রদান করেন।দ্বিতীয় পর্বে আরো বিস্তারিত।





























