
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল
কাশিমপুর,গাজীপুর
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকায় ১৯ দিনের ব্যবধানে আবারও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
রবিবার (০২ জুন) রাত ২:৩০ মিনিটের দিকে কাশিমপুর থানার ৩নং ওয়ার্ডের গোবিন্দবাড়ী এলাকায় রমজান আলীর বাড়ীতে লোমহর্ষক এই ডাকাতির ঘটনা ঘটে।বাড়ির গৃহকর্তী জানান, প্রায় ৬ থেকে ৭ জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাতদল বাড়ির পিছন দিক থেকে দোতলায় উঠে রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাসার ভিতরে প্রবেশ করে।এরপর একে একে বাড়ির সবাইকে দেশি-বিদেশী অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা প্রায় ১৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫০০০ হাজার টাকা লুট করে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরও জানায়,ডাকাতিতে বাধা দিতে চাইলে রমজান আলীর ছেলে রনি আহমেদকে মারধর করে ডাকাতরা,এতে তিনি আহত হন।বাড়ির আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুন্ঠনের পর পরিবারের সকলকে একটি রুমে আটক করে ঘটনাস্থল ত্যাগ করে ডাকাতদল।
ডাকাত দল চলে যাবার পর ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে।
পরে কাশিমপুর থানায় ডাকাতির ঘটনা জানানো হলে কাশিমপুর থানা পুলিশ সকাল সাতটার দিকে ৫নং ওয়ার্ড হতে সন্দেহভাজন দুজনকে আটক করে।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ জানায়,আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ ব্যবস্থাও প্রক্রিয়াধীন আছে।





























