
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার পুকুরে ওই ব্যক্তি গোসলের উদ্দেশ্যে নামেন। কিছুক্ষণ পর তিনি আর ভেসে না উঠলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি তারা উপজেলা প্রশাসনকে অবহিত করেন।খবর পেয়ে উপজেলা প্রশাসন প্রশিক্ষিত ডুবুরির সহায়তায় পুকুর থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। উদ্ধার শেষে তাকে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। কেউ তার পরিচয় জানলে দ্রুত উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।





























