
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় অভিযান পরিচালানা করে ৮৮৫ বোতল ফেনসিডিল, এস্কাপ ও ফেয়ারডিল সহ মাদকদ্রব্য বহনকারী একটি ট্রাক আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য হবে ১০ লক্ষ টাকার বেশি।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং গঙ্গাচড়া মডেল থানার যৌথ অভিযানে এসব ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকা ব্যাবহার করে অনেকদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে এসব নিষিদ্ধ মাদকদ্রব্য অবৈধভাবে বাংলাদেশে পাচার করে আসছিল । একপর্যায়ে লালমনিরহাট জেলা ডিবি পুলিশ ট্রাকটির গতিবিধি শনাক্ত করে অভিযান শুরু করে।
ধাওয়া খেয়ে একপর্যায়ে ট্রাকটি গঙ্গাচড়ার মহিপুর নামক এলাকায় পৌছালে একটি বৈত্যুতিক খুটির সাথে ধাক্কা লাগে। এসম চালক সেখান থেকে পালিয়ে যায়। গঙ্গাচড়া মডেল থানার সহযোগিতায় ট্রাকটি আটক করা হয়। পরে উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদ মাঠে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণর সামনে ট্রাকটি তল্লাশি চালিয়ে সম্পূর্ণ নতুন কায়দায় লুকানো অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন এ ঘটনায় লালমনিরহাট জেলায় অভিযোগ দায়ের করা হবে। গঙ্গাচড়া মডেল থানা পুলিশ এর তদন্ত পরিচালা করবে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।





























