
মোহাইমিনুল ইসলাম উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়ে উলিপুর উপজেলাবাসীর মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করেছে উলিপুর উপজেলা প্রশাসন।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণ করে এবং উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এই কর্মসূচির আওতায় উলিপুরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং এবং ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের গণভোটের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হচ্ছে।
সরেজমিন উপজেলার বিভিন্ন জায়গায় দেখা গেছে, উপজেলা শহরের প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে গণভোটের গুরুত্ব তুলে ধরে ব্যানার ঝোলানো হয়েছে।
এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া, যেখানে জনগণের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সে জন্যই এই বিস্তৃত সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ভোটার যাতে গণভোটের বিষয়বস্তু, গুরুত্ব ও ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।
উলিপুর উপজেলা প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়বে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।





























