
মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার মোহনগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহনগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি (সাধারণ সম্পাদক) হাফেজ জুনায়েদ হোসেনের নেতৃত্বে উপজেলা প্রচার সম্পাদক হাফেজ ইসমাঈল, ৪নং মাঘান সিয়াধার ইউনিয়ন সভাপতি হাফেজ ওসমান গনি,সেক্রেটারি পলাশ মিয়াসহ অর্ধশত নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।রবিবার (২৫ শে জানুয়ারি) রাত ৯টায় পৌর শহরের কাজী অফিস সংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয়ে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ খালিয়াজুড়ি) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদারের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে তারা জামায়াতে যোগদান করেন। এসময় উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, নায়েবে আমীর এটিএম হামিদুল্লাহ ও সেক্রেটারি মাষ্টার জাহেদ হাসানসহ ১০ দলীয় জোটের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াতে নবযোগদানকারী ইসলামী আন্দোলনের সাবেক নেতা হাফেজ জুনায়েদ হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি আর্দশে অনুপ্রানিত হয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করার প্রত্যয়ে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে অর্ধশত নেতাকর্মী যোগদান করেছি। এবং আজকে আরো অর্ধশত নেতাকর্মী জামায়াতে যোগদান করবেন। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে সবাই একসঙ্গে কাজ করব।নেত্রকোণা-৪ জামায়াত মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার বলেন, ‘নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে জনসাধারণকে সচেতন হতে হবে।’ছবিঃ জামায়াতে যোগদানকৃত নেতাদের ফুলের তোরা দিয়ে বরণ করে নিচ্ছেন ১০ দলীয় প্রার্থী আল হেলাল তালুকদার।




























