
ওয়াসিম উদ্দিন সোহাগ (স্টাফ রিপোর্টার)
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাবশালী প্রার্থী মামুন আল মাসুদকে হারিয়ে বিজয়ী হয়েছেন আওলাদ হোসেন। প্রতিদ্বন্ধী পরাজিত প্রার্থী গত দুই মেয়াদের উপজেলা চেয়ারম্যান ছিলেন। মোটর সাইকেল প্রতিকে আওলাদ হোসেন ৪৪ হাজার ৯৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন উপজেলাবাসিকে। তিনি ৬নং বৌলাই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার এই বিজয়ে কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে ফেটে পড়েন। শহরের বিভিন্ন অলিগলিতে ছাত্রলীগসহ সাধারণ ভোটাররা আনন্দ মিছিল বের করে। বিজয়ীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সহ অন্যান্যরা। বিজয়ের উল্লাসে উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান তুষার বলেন, এ বিজয় শাফায়েত ভাইয়ের, এ বিজয় টিটু ভাইয়ের, এ বিজয় আওয়ামী লীগের, এ বিজয় আমাদের সকলের।
জানা যায়, গত ৮ মে বুধবার ২০২৪ খ্রী। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনজন প্রতিদ্বন্ধিতা করেন। তারা হলেন, মটর সাইকেল প্রতিকে আওলাদ হোসেন, কাপ পিরিচ প্রতিকে মামুন আল মাসুদ খান ও আনারস প্রতিকে নাজমুল হাসান। কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন তার নিকটতম প্রতিদ্বন্ধী মামুন আল মাসুদকে ২ হাজার ৭৮৮ ভোটের ব্যবধানে পরাজিত করে। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৫ হাজার ৮১৮ জন। ১২৭টি ভোট কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লক্ষ ১১ হাজার ৭৪০ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৮ হাজার ৩৯৪। এরমধ্যে আওলাদ হোসেন পায় ৪৪ হাজার ৯৪২ ভোট, মামুন আল মাসুদ পায় ৪২ হাজার ১৫৪ ভোট। ও নাজমুল হাসান পায় ২১ হাজার ২৯৮ ভোট। অবৈধ ভোট সংখ্যা ৩ হাজার ৭৮৩ ভোট। রাত ১২ ঘটিকার সময় উপজেলা নির্বাচন কমিশন কর্তৃক সর্বশেষ এই ফলাফল জানা যায়।





























