
জামায়াত আমিরের সঙ্গে বৃহস্পতিবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: জামায়াতের ফেসবুক পেইজ থেকে নেওয়া
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
ঢাকার বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ সাক্ষাৎ হয় ।
জামায়াতের ভেরিফায়েড ফেইসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জামায়াতে আমির। এসময় বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও হয় আলোচনা।
ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিয়ান রিগার-ব্রাউন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান চৌধুরী।































