
মহেশখালী প্রতিনিধি ।
কক্সবাজার মহেশখালী উপজেলার শাপলাপুর বনবিভাগের অভিযানে ১২ নং পাহাড়ি অঞ্চলের জায়গা জবরদখল কালে মহেশখালী রেঞ্জ ও শাপলাপুর বির্ট ও দিনেশপুরের বির্ট অফিসার অভিযান চালিয়ে দোকানপাট ভেঙে সরকারি জায়গা দখল মুক্ত করেছে।
জানা গেছে, সরকারি জায়গা দখলকরে দোকানপাট নিমার্ণ করতেছিলো শাপলাপুর ইউনিয়নের জে.এম.ঘাট এলাকার মো: শাহ আলমের ছেলে মো:আক্কাছ (৩০) ও তার ছোট ভাই মো: আবুল কাশেম (১৮)
নাম বলতে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন, দখলকারী মো: আবুল কাশেম(১৮) একই এলাকার মো: রমিছের কাছে দোকানটি ভাড়া দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন কিন্তু বনবিভাগের বাঁধা থাকায় অস্থায়ী ভাবে দোকানে বসিয়ে দেন আবুল কাশেমের মামা প্রতিবন্ধী মো: সৈয়দ আলম কে যেন বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে দোকান টি নিমার্ণ করা যায়। এই দিকে বনবিভাগের লোকজন বিষয়টি খতিয়ে দেখার পর জানতে পারে যে, দোকানটি তিনি রমিছের কাছে ভাড়া দেওয়ার জন্য নিমার্ণ করতেছেন পাশের দোকান টি আবুল কাশেমের মামা প্রতিবন্ধী সৈয়দ আলম করেন। এদিকে বনবিভাগের বাঁধা থাকায় সৈয়দ আলম কে কিছুদিনের জন্য শো-করা হয় যেন নতুন দোকানটি নিমার্ণ করা যায়।
এবিষয়ে, শাপলাপুর বনবিভাগের বির্ট কর্মকর্তা নুরে আলম মিয়া জানান,চট্টগ্রামের বনবিভাগের দিকনির্দেশনায় মহেশখালী রেঞ্জের উপস্থিতিতে এই দোকান টি উচ্ছেদ করা হয়।
এবিষয়ে, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা বলেন,আমরা গোপন সূত্রে খবর পেয়েছি সরকারি জায়গা দখল করে দোকানপাট নিমার্ণ করতেছে তখনই শাপলাপুর,দিনেশ বির্ট কর্মকর্তা ও কালার মার ছড়ার বির্টের স্টাফ সহ অভিযান চালিয়ে জায়গাটি দখল মুক্ত করি এবং যারা জায়গাটি দখল করতে চেয়েছিলো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।





























