
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা নিয়ে তুলকালাম কান্ড ঘটে গেছে। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত মনোহরদী উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির যে প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে পাল্টা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা ছাত্রলীগ।
গত ২৭ মে সোমবার মনোহরদী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও ঘোষিত কমিটির সভাপতি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাকে উপজেলা ছাত্রলীগের সভাপতি বানানোর জন্য স্থানীয় সাংসদ ও তার ছোট ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একটি স্ট্যাটাস দেয় যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। কমিটি ঘোষণার খবরে অনেকে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন আবার অনেকে বিস্ময় প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যও করেছেন।উল্লেখ্য, গত ২৭শে মে রাতে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রেস বিজ্ঞপ্তিতে হেলাল হাসান (ইমন আলম)কে সভাপতি ও কামরান সরকার এ্যানিকে সাধারণ সম্পাদক করে ১০সদস্য বিশিষ্ট মনোহরদী উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। ২৮শে মে সকালে মনোহরদী উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন বিষয়ে জেলা ছাত্রলীগ অবগত নন বলে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন তার ব্যক্তিগত ফেসবুকে এক স্ট্যাটাস দেন। তিনি সেখানে লিখেন, এই প্রেস বিজ্ঞপ্তি মিথ্যা বানোয়াট। কেউ গুজবে কান দিবেননা। এই বিষয়ে জেলা ছাত্রলীগ অবগত নয়? জেলা ছাত্রলীগ সভাপতির এই স্ট্যাটাসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পরে এই ভূয়া কমিটির প্রতিবাদে আবার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি ও প্রকাশ করে।এ বিষয়ে মনোহরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী ছাত্রনেতা শেখ রাফাতের সাথে কথা হলে তিনি জানান, এটা একটা মিথ্যা বানোয়াট ও প্রতারণামূলক কাজ। এতে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যারা এ ধরনের গর্হিত কাজ করে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টায় লিপ্ত ছাত্রলীগের কর্মী হিসেবে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। মনোহরদী উপজেলা ছাত্রলীগের আরেক পদ প্রত্যাশী এ.এম আহাদুল্লাহ মোল্লা বলেন, এটা একটা মিথ্যা ও বানোয়াট কাজ। তিনি বলেন, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ছাত্রলীগ তৈরি হয় না, ছাত্রলীগ উঠে আসে রাজপথ থেকে। ঘোষিত কমিটির সভাপতি ইমন আলমকে জেলা ছাত্রলীগ সভাপতির ফেসবুক স্ট্যাটাস বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা জাল সাক্ষর নয়। এসব জেলা ছাত্রলীগ সভাপতির নাটক। আমাদের কাছে টাকা দাবি করেছে, না দেওয়াতে তিনি এই কাজ করেছে।
এই প্রেস বিজ্ঞপ্তিটি উপজেলা ছাত্রলীগের নেতারা কিভাবে পেল জানতে চাইলে ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক কামরান সরকার এ্যানি বলেন, এই প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে আমি কিছুই জানিনা। এখন ব্যস্ত আছি, পরে কথা হবে বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, আমাদের স্বাক্ষর জাল করে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।এটি একটি ভূয়া ও বানোয়াট প্রেস বিজ্ঞপ্তি। এই বিষয়ে জেলা ছাত্রলীগ অবগত নয়।
টাকা চাওয়ার বিষয়টি আমার জানা নেই বলে তিনি মন্তব্য করেন।





























