
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) বাদ এশা পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয় এ কর্মসূচির আয়োজন করা হয়।এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়।তাঁর আত্মত্যাগ ও আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,লেখক গবেষক ও রাজনীতিবীদ ব্যারিস্টার মুহম্মদ নওফল জমির,বিএনপি নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রিনা পারভীন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল,জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক,পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান,সাধারণ সম্পাদক রাজু করিম,পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।বক্তারা আরও উল্লেখ করেন, জিয়াউর রহমানের আত্মনির্ভরশীলতা, শাসনব্যবস্থায় শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ আজও প্রাসঙ্গিক। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।





























