
মেহেদী হাসান
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর জোনের আওতাধীন কাফরুল থানায় মানবিক অফিসার ইনচার্জ(ওসি) ফারুকুল আলম ।যোগদানের মাত্র ১০ মাসেই থানার সেবামূলক বিষয়গুলো নিয়ে কাজ করছেন।এর আগে (ওসি) ফারুকুল আলম সফলতার সহিত ৩ বছর খিলগাঁও থানায় দায়িত্ব পালন করেছিলেন।খিলগাঁও থানায় থাকাকালীন কয়েকবার ডিএমপি কমিশনার নিকট হতে সম্মাননা পদক পেয়েছিলেন। ( ওসি) ফারুকুল আলম কাফরুল থানায় যোগদানের পর থেকে কাফরুল থানয় পুলিশ এর সেবায় এসছে গতি।
কাফরুল থানার (ওসি)ফারুকুল আলম এর দিকনির্দেশনায় পুলিশ টহল দিন,রাত সব সময় দেখা যায় কাফরুল থানা ধীন এলাকা গুলোতে। কিশোর গ্যাং,মাদক ব্যবসায়ী সহ জুয়ার আসর এবং আড্ডার জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে । কাফরুল থানার প্রতিটি ওয়ার্ডে পুলিশ টহল জোরদার করার করনে আজ প্রায় অদৃশ্য হতে চলেছে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো । প্রতিদিন কাফরুল থানা এলাকায় মাদক, কিশোর গ্যাং,জঙ্গিবাদী সহ নানা অপকর্ম নির্মূলের লক্ষ্যে প্রতিদিন অভিযান পরিচালনা করা হয়।
কাফরুল থানায় ওসির রুমে ডুকতে অনুমতি লাগে না। যে কোন সময় যে কোন কাজে আমার দরজা খুলা বলেছেন কাফরুল থানার ওসি ফারুকুল আলম।
বর্তমান সময়ে মানুষের ঘর থেকে বের হওয়া খুব কষ্ট দায়ক। জীবীকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন তাদের দুর্ভোগ দূর করার জন্য শ্রমজীবী, রিকশাওয়ালা, শিক্ষার্থী, পথচারী দের মাঝে কাফরুল থানাধীন বিভিন্ন জায়গায় পানির বোতল এবং খাবার স্যালাইন বিতরণ করেন।
কাফরুল থানার (ওসি) ফারুকুল আলম তার ব্যতিক্রমী উদ্যোগ বিষয়ে জানতে চাইলে আলোকিত সকাল এর প্রতিবেদকে জানান পুলিশ সাধারণ মানুষের জন্য কাজ করে।আমার ওপর
নেস্ত অর্পিত দায়িত্ব আমি পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। মাননীয় পুলিশ কমিশনার এবং ডিএমপি কমিশনার এর দিকনির্দেশনায় কাফরুল থানা পুলিশ জনগণের জানমাল নিরাপত্তায় দিন রাত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। তীব্র তাপদাহে জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য খাবার স্যালাইন ও পানির বিতরণ করছি এটি একটি মানবিক কাজ।





























