
মোঃ আনোয়ার হোসেন
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মুনলাইট স্কুল এন্ড কলেজে এবার এসএসসিতে শতভাগ পাশের কৃতিত্ব দেখিয়েছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয় থেকে মোট ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শতভাগ পাশসহ জিপিএ ৫ পেয়েছে মোট ১৮ জন। জিপিএ প্রাপ্তির শতকরা হার ৭০ শতাংশ। কাজিপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোকলেছুর রহমান জানান, নিয়মিত ডিজিটাল প্লাটফর্মে ক্লাস করানো, সাপ্তাহিক ও মাসিক মূল্যায়ণ পরীক্ষাগ্রহণ, ফলাফল শিক্ষার্থীর অভিভাবকদের জানিয়ে দেয়াসহ নানামুখী পদক্ষেপের সমন্বিত ফল এই রেজাল্ট। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।





























