
নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নেত্রকোনা-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগী।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার সহসভাপতি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মো. আনোয়ার হোসেন বলেন, “জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্ধশতাধিক নেতাকর্মী আজ জামায়াতে যোগদান করেছি। আগামীর সব কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে জামায়াতের সঙ্গে যুক্ত থাকব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগীকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা চালাব।”
এ সময় জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগী দলে যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে আপনারা জামায়াতের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যোগদান করেছেন, যা দল ও আমার নির্বাচনী কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা একটি পরিবার গড়ে তুলতে চাই। হিংসা ও বিভেদ ভুলে ইনসাফের ভিত্তিতে একটি সুন্দর ও শান্তিপূর্ণ কেন্দুয়া-আটপাড়া গড়াই আমাদের লক্ষ্য।” আদর্শভিত্তিক রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহবুবুর রহমান, কেন্দুয়া উপজেলা জামায়াতের আমির মো. সাদেকুর রহমান, আটপাড়া উপজেলা আমির,আসন পরিচালক দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আসন সচিব মো. ইউসুফসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




























