
শাহিন মিয়া (অষ্টগ্রাম প্রতিনিধি)
গত ৩০ ডিসেম্বর ২০২৫ ইং রোজ মঙ্গলবার সকাল ১১ টায় অষ্টগ্রামে খাওয়াইল মৌজায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে জহির মিয়ার দল ও হোসনা আক্তারের দলের মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয় |
ঘটনাস্থলে দু পক্ষের লোক জন আহত হয়, পরে তাদেরকে হাসপাতাল নেওয়া হলে, বিকালে হসপিটালে আবারও দু' দলে সংঘর্ষ বাদে |
আহত ব্যক্তিরা হলেন,১/ শুকন মিয়া বয়স (৩৫) ২/ সজিদ মিয়া বয়স (২৩)৩/ গোলাপ মিয়া বয়স (৪০)
হোসনা আক্তার বলেন, এ বিষয়ে আমি অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করি | মামলা নম্বর:১ বাৎসরিক নম্বর:১ তারিখ:০১ জানুয়ারী ২০২৬ |
আইনের নাম ও ধারা:143/447/341/323/324/325/326/307/379/354/506/114The Penal Code1860.
এ মামলাটিতে ১৬ জনের নাম উল্লেখ করা হয় এবং ১০ থেকে ১৫ জন অজ্ঞাত আছে |
হোসনা আক্তার আরও বলেন,মামলার আগেই আমরা ভূমি অফিসে ,ভূমি কর্মকর্তা বরাবর একটা লিখিত আবেদন দেই মীমাংসার জন্য | ৫ জানুয়ারী সার্ভেয়ার তদন্তের জন্য জরে জমিনে যাই |
সার্ভেয়ার মাহমুদুল হক মামুন বলেন, আপনরা দু পক্ষের কাগজপত্র দেন আমরা যাচাই বাচাই করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিব | তিনি আরও বলেন,আপনাদের নিকট অনুরোধ আপনারা আর কোন বিশৃঙ্খলায় ঝরাবেন না বিষয়গুলা আমরা দেখছি |
অষ্টগ্রাম উপজেলা ভূমি কর্মকর্তা বলেন,কাগজপত্র যার সঠিক থাকবে তারাই প্রকৃত মালিক হবেন | প্রয়োজনে আমরা মেপে বুঝিয়ে দিয়ে আসব যাতে আর কোন বিশৃঙ্খলা না হয় |





























