
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কান কাটা রনি গাজী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত রনি ধুলাসার ইউনিয়নের বাসিন্দা সোহাগ গাজীর ছেলে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার বৌলতলী বাজার এলাকায় গত সোমবার (১৫ এপ্রিল) রাত ১০ টার দিকে দলবল নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তির কান কেটে নেয় রনি।
এই ঘটনায় ভুক্তভোগী জাহিদুল ইসলাম বাদি হয়ে (১৮ এপ্রিল) দুই জনের নাম উল্লেখসহ ৩/৪ জনকে আসামি করে কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে এজাহারভুক্ত হিসেবে রেকর্ড করেন।
পরে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আবু হানিফ এজাহারভুক্ত ১নং আসামি রনি গাজীকে উপজেলার ধুলাসার এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করেন। এদিকে গ্রেফতারের পরপরই তার সাঙ্গপাঙ্গরা ভুক্তভোগীদের বিভিন্ন রকমের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে।
এ বিষয়ে মামলার বাদি জাহিদুল ইসলাম সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আসামি গ্রেফতার হয়েছে, আমি বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার চাই।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘আলোচিত কান কাটা মামলায় এহারভুক্ত ১নং আসামি রনি গাজীকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।’





























