
সাইদুল ইসলাম, কসবা উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) উপজেলা কুইয়াপানিয়া এলাকা থেকে এসব শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি ক্ষুদে বার্তায় নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি- ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হচ্ছে।





























