
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিকিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কুকিমাদল গ্রামের মোঃ ওসমান (৪৪) নামে এক মানসিক প্রতিবন্ধী পাঁচ দিন ধরে নিখোঁজ। খুঁজে না পেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে তার পরিবার।গত ৬ জানুয়ারি মঙ্গলবার আনুমানিক সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনের রাস্তায় যান তিনি। পরে আর বাড়িতে ফিরে আসেননি তিনি। তিনি কুকিমাদল গ্রামের মৃত গিয়াস উদ্দিন ছেলে।মানসিক প্রতিবন্ধী মোঃ ওসমানের গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। তার পরনে ছিল চেক লুঙ্গি, ফুলহাতা জ্যাকেট ও সবুজ রঙের কম্বল।অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে গত ১০ জানুয়ারি করিমগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন তার ছেলে মোঃ বায়েজিদ।কোনো সহৃদয়বান ব্যক্তি যদি মানসিক প্রতিবন্ধী ওসমানের সন্ধান পায় তাহলে করিমগঞ্জ থানার ওসির মুঠোফোন নম্বরে (০১৩২০০৯৫৪১৭) যোগাযোগ করার জন্য পরিবারের লোকজন অনুরোধ করেছেন।





























