
গোলাম রাব্বি , লালপুর, নাটোর : তারেক রহমান বাংলাদেশের তিনশ আসনে তিনশ হিরার টুকরো বেছে নিয়েছেন। আমরা সেই আগামীর বাংলাদেশ গড়তে রাতদিন পরিশ্রম করে যাচ্ছি। যারা সেই পথে বাধা সৃষ্টি করছে, তাদের ব্যালটের মাধ্যমেই উপযুক্ত জবাব দেওয়া হবে। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল পিতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করে প্রচার মিছিলে বক্তব্য কালে এসব কথা বলেন।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে একযোগে লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নির্বাচনী প্রচারনায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তার বাবা প্রয়াত বিএনপি নেতা সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেন। নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ শেষে তিলকপুরে এক পথসভায় ফারজানা শারমিন পুতুল বলেন, এই এলাকার মানুষের ভাগ্য নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না। যারা ধর্মের নামে মানুষকে নিয়ে ব্যবসা করে, তাদের এই বাংলার মাটিতে কোনো স্থান হবে না। লালপুরের মানুষ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। লালপুর-বাগাতিপাড়া এলাকার উন্নয়নে জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং ভোটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। পুতুল বলেন, বেগম খালেদা জিয়াকে বলা হয় আপসহীন নেত্রী। তিনি জীবনে কখনো অন্যায়ের কাছে আপোস করেননি। তিনি শত জুলুম নির্যাতনের পরেও দেশ ছেড়ে যাননি। তার এই আদর্শকে লালন করে আমরা প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে ধানের শীষের জন্য ভোট চাইব।পুতুল আরও বলেন, “শুনছি কেউ কেউ মাইকিং করে বলছেন তারেক রহমান ভুল করছেন আপনারা ভুল করবেন না। যারা দলের নাম নিয়ে, নেতার নাম নিয়ে বেইমানি করার চেষ্টা করছে, তাদেরকে সাবধান হওয়ার জন্য হুশিয়ারি দেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মীরা “বিএনপি না বেইমান, বিএনপি, বিএনপি, ভোট দিবো কিসে ধানর শীষে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক বলে স্লোগান দেন।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি'র মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার বিলমাড়ীয়া, দুড়দুড়ীয়া সহ ১০টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভায় একযোগে ধানের শীষের প্রতিক নিয়ে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নির্বাচনী প্রচার মিছিল গুলোতে নেতৃত্বদেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, সাবেক যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপি'র সম্পাদক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রনজু। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক অংশগ্রহণ করেন।





























