
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন ও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৮ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন সহ মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে নির্ধারিত ড় বিকাল ৪টা পর্যন্ত মধ্যনগর উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ আল মোজাহিদ এর কার্যালয়ে প্রার্থীরা অনলাইনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করা প্রার্থীরা হলেন-
মধ্যনগর উপজেলা আ'লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার,সজল কান্তি সরকার, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম,মো: আব্দুর রাজ্জাক ভূঁইয়া,
বরুন কান্তি দাশ গুপ্ত ,উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আওয়াল মিসবাহ।
নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দুইজন। তারা হলেন-উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শান্তা চৌধুরী,সমাজকর্মী হানুফা আক্তার হেপি।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন-উপজেলা আ' লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জসীম উদ্দিন চৌধুরী,
যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার,এমদাদুল হক খোকা,পংকজ আরেং,মোঃ আনোয়ার হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক
হযরত আলী, সুজিত চন্দ্র তালুকদার,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো: এনামুল হক,
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা বলেন,মধ্যনগর প্রথম উপজেলা পরিষদ নির্বাচন এটি।এতে তিনটি পদে ১৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আগামী ১২ই মে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনটি পদে দাখিলকৃত প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।১৩ থেকে১৫ মে প্রার্থীদের আপীল, ১৬ থেকে ১৮ মে প্রার্থীদের আপীল নিস্পত্তি,১৯ মে প্রার্থীতা প্রত্যাহার, ২০ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।





























