
নিজস্ব প্রতিবেদক :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক ভূইয়া (প্রতীক মোটরসাইকেল )। তিনি ১২ হাজার ৮৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান (প্রতীক কাপ পিরিস ) পেয়েছেন ৯ হাজার ৯১৬ ভোট। অন্য প্রার্থী মধ্যনগর উপজেলা আ'লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার (প্রতীক দোয়াত-কলম) পেয়েছেন ৫ হাজার ৮৮৩,সহ সভাপতি প্রবীর বিজয় তালুকদার (প্রতীক আনারস)পেয়েছেন ৭ হাজার ৩৭,হেলিকপ্টার প্রতীকের মো:নুরুল ইসলাম ৮০৯,ঘোড়া প্রতীকের সজল কান্তি সরকার ৪৮৯,শালিক প্রতীকের আব্দুল আওয়াল ৭৮৩,চিংড়ি মাছ প্রতীকের বরুণ কান্তি দাস গুপ্ত ৬৩৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের মো: হযরত আলী ১২ হাজার ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্যুৎ কান্তি সরকার টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫৮৯ ভোট। আর টিয়া পাখি প্রতীকের মো: এনামুল হক পেয়েছেন ৪ হাজার ১৮৫,মাইক
প্রতীকের পংকজ আরেং ৪ হাজার ৭৮৭,উড়োজাহাজ প্রতীকের মো: আনোয়ার হোসেন ৩ হাজার ৯১,তালা প্রতীকের মো: এমদাদুল হক ৩ হাজার ৭৭৭,বই প্রতীকের মো:জসীম উদ্দিন চৌধুরী ৩ হাজার ৩০৭, ভোট।
অন্যদিকে ২১ হাজার ৪১৭ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন ফুটবল প্রতীকের হালুফা আক্তার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের শান্তা চৌধুরী পেয়েছেন ১৭ হাজার ৩২৭ ভোট।
মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়নে মোট ভোটার ছিলেন ৭৩ হাজার ১৫১ জন।২৭টি কেন্দ্রে স্বচ্ছ ব্যলটের মাধ্যমে গত ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অতীশ দর্শী চাকমা স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা প্রেরণ শিট অনুযায়ী প্রদত্ত ভোটের সংখ্যা ৪০হাজার ৪৬। এতে বৈধ ৩৮ হাজার ৪১৮ ও অবৈধ ভোটের সংখ্যা ১৬২৮টি। এ নির্বাচনে ভোট পড়েছে শতকরা ৫৪ দশমিক ৭৪।





























