
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর বাজারের ইজারাকৃত নৌকা ঘাটের অংশীদারত্বের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের ৩ জন আহত হয়েছে।এ ঘটনায় রাতেই লিটন তালুকদার(৪৩) নামে এক জনকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মধ্যনগর গ্রামের সাইদুর রহমান সোহাগ বাদী হয়ে সোমবার রাতে মধ্যনগর থানায় একটি মামলা করেন।
আহতরা হলেন, মোঃ পাভেল মিয়া (৩০),মিজানুর রহমান। (৩৩), আলমগীর শেখ (৪২) কে পার্শ্ববর্তী নেত্রকোনা উপজেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাভেল মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,মধ্যনগর বাজারস্থ নৌকা ঘাটটি আগামী ১ বছরের জন্য ইজারা নেন রিপন সরকার( ৪২)।ঘাটের অংশীদারত্বের জন্য চুক্তি মোতাবেক মধ্যনগর বণিক সমিতির সাধারণ সম্পাদক লিটন তালুকদারের কাছে টাকা জমা রাখেন মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ।সেই টাকা রিপন সরকারকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও লিটন দিতে তালবাহানা করছেন বলে অভিযোগ সোহাগের।সংঘর্ষের পূর্বে এ নিয়ে সোহাগ ও লিটনের মধ্যে মোবাইল ফোনে বাকবিতণ্ডা হয়।বাকবিতণ্ডা শেষে মধ্যনগর চৌরাস্তা থেকে বাড়ির উদ্দ্যেশ্যে রওনা করেন সোহাগ।এসময় মধ্যনগর বণিক সমিতির সাধারণ সম্পাদক লিটন তালুকদারের বাসার সামনে যাওয়ার পরপরই সংঘর্ষ বেধে যায়।এতে সোহাগের সাথে থাকা তিন জন আহত হন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান,এই ঘটনায় মামলা হয়েছে।একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

































