
আহম্মদ কবির স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ইঞ্জিন চালিত নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ সাফেল মিয়া (২২)নামের এক যুবকের লাশ ১৯ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।আজ (৩১মে)শুক্রবার আনুমানিক ৯ টার সময় ঘটনাস্থল সানোয়া গ্রাম সংলগ্ন মনাই নদী থেকে স্থানীয়দের রামজালির টানে জালিতে লেগে ভেসে আসলে,পুলিশ কে খবর দিলে,পুলিশ এসে উদ্ধার করে।নিখোঁজ হয়ে যাওয়া মৃত সাফের আলী উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের কাউহানি গ্রামের মৃত আলীনুর মিয়া ছেলে।স্থানীয়রা জানান গতকাল দুপুরে সাফের আলী ও তার তিন-চার জন বন্ধু মিলে একটি ইঞ্জিন চালিত মাছ ধরার ছোট নৌকায় করে পার্শ্ববর্তী বংশীকুন্ডা বাজারে যায়,বিকাল বেলা তাদের প্রয়োজনীয় কাজ সেরে ওই নৌকায় করে বাড়ি ফেরার পথে সাফের আলী নৌকার পিছনে বৈঠা হাতে নিয়ে নৌকাটি চালিয়ে আসছিল এমন সময় সানোয়া গ্রাম সংলগ্ন মনাই নদীতে আসার পর সাফের আলীর হাত থেকে বৈঠা ছুটে গেলে সাফের আলী নৌকা থেকে পানিতে পড়ে যায় ওই সময় ইঞ্জিন চালিত অবস্থায় চলন্ত নৌকার ফ্যানে সাফের আলীর মুখমণ্ডসহ বিভিন্ন স্থানে আঘাত লাগলে সাফের আলী পানিতে ডুবে যায়।সংবাদ পেয়ে গ্রামবাসী কোনাজাল সহ বিভিন্ন ভাবে উদ্ধার কাজ চালালেও ওই সময় উদ্ধার করতে পারেনি।আজ সকালে পার্শ্ববর্তী রংচী গ্রাম থেকে রামজালি এনে বিশ-পঁচিশটা রাম জালি একসাথে টানতে থাকলে জালিতে লেগে ভেসে ওঠে সাফের আলীর মরদেহ। তাৎক্ষণিক পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানা অফিসার ইনচার্জ ওসি এমরান হোসেন





























