
আহম্মদ কবির স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের মধ্যনগরে নৌকা থেকে পড়ে শ্যালো ইঞ্জিনের সঙ্গে আঘাত পেয়ে সাপেল( ২২)নামের এক যুবক নিখোঁজ হয়েছে।আজ (৩০মে)বৃহস্পতিবার বিকালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসি নদীতে এ ঘটনাটি ঘটে। নিখোঁজ সাপেল মিয়া বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের কাউহানি গ্রামের আলীনুর মিয়ার ছেলে। স্থানীয়দের তথ্যমতে জানাযায় নিখোঁজ সাপেল মিয়া তার নিজস্ব ছোট ইঞ্জিন চালিত নৌকায় করে তিন-চার জন মিলে উপজেলার বংশীকুন্ডা বাজারে গিয়েছিল,তাদের প্রয়োজনীয় কাজ সেরে বিকালে বাড়ি ফেরার পথে সাপেল মিয়া নৌকার পিছনে বৈঠা হাতে নিয়ে ঘাসি নদী দিয়ে নৌকা চালিয়ে আসছিল এমন সময় সানোয়া গ্রামের কাছে আসতেই নৌকা কন্ট্রোল হারিয়ে হাতের বৈঠা ছুটে গিয়ে সাপেল মিয়া শ্যালো ইঞ্জিনের ফ্যানে ছিটকে পড়ে তার পড়নে থাকা লঙ্গী ও শার্ট ফ্যানের সাথে প্যাচ লেগে শার্ট লঙ্গী পেছানো অবস্থায় থাকলেও সাপেল মিয়া ফ্যানের আঘাতে ছিটকে পড়ে নিখোঁজ হয়ে যায়।খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করার পরেও এখন তার সন্ধান মেলেনি।এ বিষয়ে মধ্যনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)এমরান হোসেন নিশ্চিত করে জানান সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং সুনামগঞ্জ ফায়ারসার্ভিস কে অবগত করেছি তারা সকালে এসে উদ্ধার কাজ চালাবে।





























