
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত তিনি উপজেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম, শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং অবকাঠামোগত অবস্থা খতিয়ে দেখেন তিনি।
পরিদর্শনকালে উপদেষ্টা সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা ও শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি বলেন, হাওড় অঞ্চলের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারের আলাদা কোনো পরিকল্পনা নেই। তবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নই ভবিষ্যৎ প্রজন্ম গঠনের মূল ভিত্তি—এ লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা,উপদেষ্টার একান্ত সচিব সত্যজিৎ রায় দাস, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, মধ্যনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম ফজলে রাব্বি রাজিব, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সাহাবুদ্দিন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।





























