
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
নাঙ্গলকোট মক্রবপুর স্টিল ব্রীজ জামে মসজিদ কমিটি ও এলাকার যুব সমাজের উদ্যেগে ২৬ জানুয়ারি সোমবার মসজিদ সংলগ্ন ময়দানে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও মসজিদ কমিটির সভাপতি ডাক্তার বেলাল মজুমদারের পরিচালনায় মাহফিলের প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা জনকল্যাণ জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শামসুল আলম মুহিব্বী।
বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন কামারখোলা সালেহিয়া দিনিয়া কমপ্লেক্সের পরিচালক ঢাকা মধুবাগ বায়তুল আজম জামে মসজিদের খতিব হযরত মাওলানা নেয়ামত উল্লাহ ফারুকী।
এছাড়াও বিশেষ ওয়ায়েজ হিসেবে দেশ বরেণ্য বহু ওলামা একরাম তাকরির পেশ করেন।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মান্নান,চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএম সালাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও দলিল লেখক মোহাম্মদ ইয়াসিন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সবুজ, বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী জামাল উদ্দিন লিটন, মসজিদ কমিটির ক্যাশিয়ার সার্ভেয়ার কাউসার চৌধুরী সহ প্রমুখ।
দোয়া মোনাজাত শেষে মাহফিলে আগত কলের মাঝে তবারক বিতরণ করা হয়।




























