
মো কামরুল হোসেন সুমন,মনপুরাঃ
ভোলা জেলার মনপুরা উপজেলায় আজ চরফ্যাশন মনপুরা -৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন কে সমর্থন জানিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন মনপুরার গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।আজ শনিবার রাত ৮ঃ০০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় চরফ্যাশন ও মনপুরা আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নের পক্ষে
উক্ত মতবিনিময় সভায় বিএনপি নেতৃবৃন্দরা বলেন গণঅধিকার পরিষদ রাজপথের একটি সাহসী দল, দলের প্রধান নুরুল হক নূরের সংগ্রামী ভূমিকার কথা স্বীকার করে বলেন, ভিপি নুরুল হক নুর ভাই ফ্যাসিবাদী আমলে একজন সাহসী নেতা, তিনি ফ্যাসিবাদ নির্মূলে অগ্রগামী ভূমিকা রেখেছেন,গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করায়, তাদেরকে ধন্যবাদ জানান বিএনপির নেতারা।
উক্ত মতবিনিময় সভায় উপস্তিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক, মনপুরা উপজেলা বিএনপি আবদুল মান্নান হাওলাদার,সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর, সেলিম মোল্লা যুবদলের সভাপতি শামসুদ্দিন মোল্লা।
পরে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ যুব অধিকার পরিষদের সহ-অর্থ সম্পাদক আল আমিন সরকার, তিনি বলেন বিএনপির মনোনীত ধানের শিষের প্রার্থী জনাব নুরুল ইসলাম নয়ন ভাইকে বিজয় করার জন্য গণঅধিকার পরিষদ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে, স্বাধীনতার পর থেকে বিএনপি বাংলাদেশের সকল সংকটে দেশের পক্ষে দাঁড়িয়েছে। বিগত দিনে তারা দেশের জন্য অনেক কাজ করেছেন, চরফ্যাশন ও মনপুরার মাটি ও মানুষের শান্তি শৃংখলার জন্য চাঁদাবাজ দুর্নীতিমুক্ত এলাকা গড়ে তোলার জন্য বিএনপিকে বিজয় করার জন্য আমরা সর্বোচ্চ কাজ করব ইনশাআল্লাহ বলে জানান এই নেতা।
এ সময় আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহাগ রানা সহ-সভাপতি রাফসান আহমেদ হৃদয় দপ্তর সম্পাদক আরিফ কোম্পানি যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন কলাতলী ইউনিয়নের সভাপতি হেলাল মাঝি এবং উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ প্রমূখ।





























