
মো কামরুল হোসেন সুমন,মনপুরাভোলার মনপুরা উপজেলার মো বেল্লাল মিকার এর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরগোয়ালিয়া এলাকার এই বাড়ির ঘরে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরচক্র ঘরে থাকা এক জোড়া স্বর্নের রুলি ১,আংটি ৯ টি,চেইন ১ টি গলার নেকলেছ ১ টি ও নগদ এক লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে যায়। পরে শনিবার সকালে প্রতিবেশীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাটি জানেন,পরে সরেজমিন ঘুড়ে ঘটনার সততা পাওয়া যায়।তার স্ত্রী জানান স্বামী ভোলা জেলে থাকায় চোর চক্রটি সুযোগ বুঝে চুরি করে তার বাড়িতে।তবে রাত কখন করছে তা জানেন না তারা। সকালে ঘুম থেকে উঠে দেখি ঘড়ের সকল জিনিস পত্র এলোমেলো।পরে খোজ করে দেখি আমার ঘড়ে থাকা এই সব মালামাল নিয়ে গেছে চোর। তখন তিনি বুঝতে পারেন ঘরে চোর প্রবেশ করেছে। তার ধারণা এসব সকল জিনিস চোরচক্র নিয়ে গেছে। বিষয়টির খবর পেয়ে স্হানীয় প্রতিবেশীরা দেখে তা নিশ্চিত হয়েছে।এলাকাবাসীরা জানান বিষয়টি খুবই দুঃখ জনক বেল্লাল বাড়িতে না থাকায় হয় তো চোর সুযোগ বুঝে ঘরে আগে ডুকে লুকিয়ে ছিল মনে হয়,পরে রাত গভীর হলে চুরি করে এই সব মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে।





























