
মো কামরুল হোসেন সুমন, মনপুরাঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোলা জেলার মনপুরা উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে যৌথ পেট্রোল টহল পরিচালনা করা হয়েছে।এ সময় পুলিশ, নৌবাহিনী ও অন্যান্য বাহিনীর সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও ঝুঁকিপূর্ণ এলাকা গুলোতে টহল দেন । আজ বুধবার ২৮-জানুয়ারি -২০২৬ দিনব্যাপী এ টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। টহল চলাকালে মনপুরা উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন বাজার, সড়ক, ঘাট ও গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করেন যৌথ টহল টিমের সদস্যরা। এ সময় সাধারণ জনগণের সঙ্গে কথা বলে নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো টিমের সবাই। এছাড়া রাস্তা ও বাজার এলাকায় যানজট সৃষ্টি না করতে এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটাতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান টহল টিমের কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে। যৌথ পেট্রোল টহলের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনসাধারণের মধ্যে স্বস্তি বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।




























