
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোটে ১০ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাতের দাড়ি পাল্লা মার্কার পক্ষে নির্বাচন মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা ২৪ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার পৌরশাহী ঈদগা ময়দান থেকে মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি নাঙ্গলকোট সরকারি কলেজ গেটে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সমাপ্ত হয়।
নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার ডক্টর দেলোয়ার, মাওলানা গোলাম কবির সিআইপি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা সোলাইমান মীর, নাঙ্গলকোট উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইয়াসিন মজুমদার, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হাসান, নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের আমীর হারুন অর রশিদ, খেলাফত মজলিসের নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি হাফেজ নুরুস সালাম, এস এম আমিনুল হক মাওলা সহ নাঙ্গলকোট উপজেলা,পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন শাখার জামায়াত ইসলামের নেতৃবৃন্দ।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এবং আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে মূল্যবান ভোট দিয়ে মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাতকে বিজয়ী করার আহ্বান জানান।





























