
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রোববান সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হালিমের দিকনির্দেশনায় একটি আভিযানিক দল বাবুরাইল এলাকার ১১৮/১ মোবারকশাহ রোডে বনফুল সুইটস (প্রা.)–এর সামনে অভিযান পরিচালনা করে। পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিন (৪০), হৃদয় সিকদার ওরফে সুমন আহমেদ (২৮), মো. সজল (২১) এবং মো. মকবুল সরদার (৪০)। তাঁদের মধ্যে কয়েকজন বাবুরাইল ও শাহ সুজা রোড এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২টি সুইচ গিয়ার, ১টি চাপাতি, ২টি ছোরা, ৫টি লোহার রড ও ১টি হাম্বল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনসহ পলাতক আরও তিনজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





























