
মোঃ জমশেদ আলী
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নাটোর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বাগাতিপাড়ার দুই শিক্ষাবিদ। তারা হলেন বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বি.এম ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. সামসুন্নাহার এবং কাদিরাবাদ স্যাপার কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুল হক। এর মধ্যে মোছা. সামসুন্নাহার কারিগরি শিক্ষা ক্যাটাগরিতে এবং মো. তৌহিদুল হক কলেজ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। সম্প্রতি এ সম্পর্কে একটি তালিকা প্রকাশিত হয়েছে। জেলা পর্যায়ের এ সাফল্যের ধারাবাহিকতায় তারা দুজনই ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।
সূত্র জানায়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে গঠিত বাছাই কমিটি শিক্ষা ব্যবস্থাপনা, একাডেমিক সাফল্য, প্রশাসনিক দক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগ বিবেচনায় নিয়ে শ্রেষ্ঠদের চূড়ান্ত করে।
এ বিষয়ে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বি.এম ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. সামসুন্নাহার বলেন, “এই স্বীকৃতি এককভাবে আমার নয়, এটি আমার প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। বিভাগীয় পর্যায়ে আরও ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারলে কারিগরি শিক্ষার গুরুত্ব নতুনভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে।”
কাদিরাবাদ স্যাপার কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুল হক বলেন, “জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া নিঃসন্দেহে অনুপ্রেরণার। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা শিক্ষা ও শৃঙ্খলার একটি ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে পেরেছি।”
এদিকে অন্যান্য ক্যাটাগরিতেও নাটোর জেলার শিক্ষাবিদরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বিদ্যালয় ক্যাটাগরিতে সিংড়া উপজেলার লালোন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম এবং মাদ্রাসা ক্যাটাগরিতে গুরুদাসপুর উপজেলার খুবজীপুর দাবির উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুর রহমান জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী বলেন, “জেলা পর্যায়ে নির্বাচিত শিক্ষকরা নিজ নিজ ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আশা করছি, তারা বিভাগীয় পর্যায়েও নাটোর জেলার সুনাম অক্ষুণ্ন রাখবেন।”





























