
মোঃ রহমত ইসলাম, নীলফামারী নীলফামারীর সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই এলাকায় তিস্তা ক্যানেলের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। এতে করে সাধারণ কৃষক মানুষের অনেক ফসলের ক্ষতি হয়। উল্লেখযোগ্য ফসলগুলো মধ্যে হলো আলু, ভুট্টা, সরিষা ও ধানের বীজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে এলাকার সাধারণ মানুষদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে আলু চাষি কৃষকেরা অনেক কষ্ট পেয়েছেন। কারন হচ্ছে যে আর মাত্র ২ থেকে ৩ পরে জমি থেকে তারা আলু উত্তোলন করতে পারত। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুবাশ্বির আমাতুল্লাহ ঘটনাটি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ উদ্বেগ ও ক্ষোভর কথা শোনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি প্রবাহ কমাতে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়া হয়।এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের সাব-ডিভিশনার ইন্জিনিয়ার উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।





























