
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট বাসস্ট্যান্ডে পিকআপ ভ্যানের ধাক্কায় আলহাজ্ব মোসলেম উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৫মে) রাত ৯টার দিকে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যাক্তি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কালাইচাপড় গ্রামের মৃত সহির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও মৃত মোসলেম উদ্দিনের ছোট ভাই মোখলেস জানান, রাত ৯ টার দিকে কুন্দারহাট বাসস্ট্যান্ড থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য রাস্তা পারাপার হচ্ছিলেন বৃদ্ধ মোসলেম উদ্দিন, নাটোর থেকে বগুড়া গামী একটি পিকআপ ভ্যান যাহার নাম্বার বগুড়া-ন ১১-১৬৭৯ সজোরে ধাক্কা দিলে ঘনাস্থলেই মোসলেম উদ্দিনের মৃত্যু হয়। এঘটনায় ঘাতক চালককে আটক করা হয়েছে।
জানতে চাইলে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী জানান, একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোসলেম উদ্দিন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চালক ও পিকআপ ভ্যান থানা হেফাজতে রয়েছে।





























