
===================================
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নওগাঁর মান্দা উপজেলার পরানপুর হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত নেতা জনাব মোঃ আব্দুর রাকিব। তিনি নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য প্রার্থী।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুর রাকিব বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরানপুর ইউনিয়ন শাখার আমির জনাব মোঃ মাছির উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা জামাতে আমির আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটার ইলিয়াস আলী খান, পরানপুর ইউনিয়নের ছাত্রশিবিরের সভাপতি মাহফুজ, যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান প্রমুখ।
সভা শেষে নেতারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।





























