
গাজীপুর জেলা সংবাদদাতা: গাজীপুরের কোনাবাড়ীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে শেখ সিদ্দিকুর রহমান (৩৯)ও ফাইদুর ইসলাম (৩৭) নামে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) দুপুরেতাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার (১২ মে) রাতে তথ্য প্রযুক্তির সাহায্যে কুড়িগ্রাম জেলার চিলমারীর রমনা গ্রাম থেকেতাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানার পারাগাঁও গ্রামের শেখ আব্দুল করিমছেলে শেখ সিদ্দিকুর রহমান ও কুড়িগ্রাম জেলার উলুপুর থানার তেলিপাড়া গ্রামের মোঃ এমদাদুল হকের ছেলে ফাইদুর ইসলাম। পুলিশ জানায়,তারা উভয়ই কোনাবাড়ী থানাধীনজরুন এলাকায় মোঃ মোতালিব পাঠানের বাসায়কেয়ারটেকার হিসেবে কাজ করতো। গত ৭ এপ্রিলসকাল ১০ টার দিকে গ্যাস বিল দেওয়ার কথা বলে ১ লাখ ৯ হাজার ৩৪০ টাকা নেয়। পরে তারা এশিয়া ব্যাংকের সিল নকল করে ভূয়া স্বাক্ষর জালিয়াতি করে গ্যাস বিল পরিষদ হয়েছে বলে জানায়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় তারা গ্যাস বিলের টাকা জমা না দিয়ে দুইজনে মিলে আত্মসাৎ করে।এছাড়াও গ্যাসের রাইজার ক্রয় বাদ ২ লাখ ৫০ হাজার,এপ্রিল মাসের ভাড়া বাবদ ২ লাখ ৭হাজার,ডিল মেশিন বিক্রি করে ৬৪ হাজার,চারটি গ্রাউন্ড মেশিন বিক্রি করে ২০ হাজার,আইপিএস বিক্রি করে ৮০ হাজার,বাইব্রেশন মিশিন বিক্রি করে ৩০ হাজার,ঢালাই মেশিন বিক্রি করে ৬০ হাজার, ৩০ বস্তুা সিমেন্ট বিক্রি করে ১৬ হাজার ৫০০ এবং দশ কয়েল বিভিন্ন ইলেকট্রিকেল তার বিক্রি করে ৭০ হাজার টাকা আত্মসাৎ করেন। ভুক্তভোগী বাদীহয়ে কোনাবাড়ী থানায় প্রতারণার অভিযোগ করলে তাদেরকে তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযানচালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী জানান,শেখ সিদ্দিকুর রহমান ও ফাইদুর ইসলাম নামে দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ মে) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





























