
সুজানগর প্রতিনিধিঃ
পাবনার সুজানগর উপজেলার কিন্ডারগার্টেনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ (শুক্রবার ০৭ জুন) আজ সকাল ১১ টার দিকে দুলাই উচ্চ বিদ্যালয় মাঠ চত্তরে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন সুজানগর এর আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুজানগর কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুর রহমান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি পাবনা জেলার সভাপতি মাহমুদ হাসান জাহাঙ্গীর।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেননর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি পাবনা জেলার সাধারন সম্পাদক কে এম মোবারক হোসেন মানিক, সিনিয়র সহ-সভাপতি এম এ সামলাম, প্রভাতী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ উজ্জ্বল হোসেন সহ বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ১'শ ৭০ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়





























