
পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রিপন মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আহত হয়েছেন দু'জন। নিহত রিপন মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগতি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। আহতরা হলেন একই এলাকার রফিক এর ছেলে আব্দুল মোমেন (৩২) ও আবদুল আলীর ছেলে মোজাম্মেল হক(৩৫)। আহত দু'জনকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ২১ মার্চ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে পাকুন্দিয়া উপজেলার মরুরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর থেকে ময়মনসিংহের নান্দাইলের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে দাদী মারা যাওয়ার খবরে বাড়ি যাচ্ছিলেন রিপন,আব্দুল মোমেন ও মোজাম্মেল হক নামে ৩ জন। পাকুন্দিয়া উপজেলার মরুরা এলাকায় পৌঁছলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রিপন মারা যায়। আহত দু'জনকে স্থানীয়রা হাসপাতালে প্রেরন করেন। সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার এস আই আসাদ জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে, মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





























