
সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পঞ্চগড় জেলা শাখার ১২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহবায়ক হাফেজ মাওলানা মুফতি মহিবুর রহমান, সদস্য সচিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সরকার।সোমবার( ১২ জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক আলহাজ্ব মাও: কাজী সেলিম রেজা ও সদস্য সচিব এডভোকেট মাওলানা আবুল হোসেনের যৌথ স্বাক্ষরে কমিটিটির অনুমোদন দেওয়া হয়।নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ সময় তাঁরা বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।নেতৃবৃন্দ আরও জানান, নবগঠিত এই কমিটির মাধ্যমে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং দলের আদর্শ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থীদের পঞ্চগড় এক ও দুই আসনে বিজয়ী করার লক্ষ্যে পঞ্চগড় জেলা ওলামা দলের প্রতিটি সদস্য সর্বস্তরে সক্রিয়ভাবে কাজ করে যাবেন-এমন প্রত্যয় ব্যক্ত করা হয়।এ সময় পঞ্চগড় জেলার ওলামা দলের আহবায়ক হাফেজ মাওলানা মুফতি মহিবুর রহমান সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপার্সন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।





























