
পোরশা নওগাঁ প্রতিনিধি
ইসমাইল হোসেন, পোরশা নওগাঁ
নওগাঁর পোরশা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, চলমান উন্নয়ন কার্যক্রম তদারকি এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮শে জানুয়ারি বুধবার সকাল১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি গণভোট সচেতনতামূলক আলোচনা ও বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় ইউএনও সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।































