
ইসমাইল হোসেন, পোরশা নওগাঁ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৭১২জন ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ সকাল ৯টায় পোরশা উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ ভবনে নিতপুর, তেঁতুলিয়া , ছাওড়, গাংগুরিয়া, ঘাটনগর ও মশিদপুর ৬ ইউনিয়নের ৩৯টি ভোট কেন্দে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কলেজ ভবনের ৫টি ভেনুতে ১৫ জন প্রশিক্ষকের মাধ্যমে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৪১ জন প্রিজাইডিং অফিসার ও ২২৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং একই ভবনের ৫টি ভেনুতে প্রথম পর্ব সকাল ৯টা থেকে দুপুর ১২.৩০ মিঃ পর্যন্ত ২২৫ জন ও দ্বিতীয় পর্ব বেলা ১.৩০ মিঃ থেকে বিকাল ৫টা পর্যন্ত ২২২জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন। এক ঘন্টা ৩০ মিনিট নামাজ ও দুপুরের খাবার বিরতি সহ বিকাল পাঁচটা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা চলে।
উপজেলা নিবার্হী অফিসার রাকিবুল ইসলাম ও সহকারী রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন কর্মকর্তা এ প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন এবং বলেন ভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে একমাত্র আপনাদের প্রচেষ্টার ফলে। এ জন্য শতভাগ মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আউয়াল সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।





























