
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-
লক্ষ্মীপুর কমলনগর উপজেলায় ১৬বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে কমলনগর প্রশাসন।
বৃহস্পতিবার (৩০মে)দুপুরে উপজেলার চর ফলকন ইউনিয়নে দেওয়ান মার্কেটের পাশেই ওই কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সামছুদ্দিন মোঃ রেজা।
এ সময় বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে কনের অভিভাবকের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজনের ব্যাপারে অভি ভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে,১৬ বছর বয়সী ওই কিশোরীর বিয়ের সম্মতিতে আজ বিকেলে কিশোরীর বাড়িতে বিয়ের আয়োজন করা হয়।খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সামছুদ্দিন মোঃ রেজা ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
তবে এসময় বরপক্ষের কাউকে পাওয়া যায়নি।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সামছুদ্দিন মোঃ রেজা বলেন,ওই কিশোরীর বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করা হয়।
এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭অনুয়ায়ী কনের অভিভাবকে ২০হাজার টাকা অর্থদণ্ড করা হয়।





























